Wellcome to National Portal
লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৭ মার্চ ২০২৪

সচরাচর জিজ্ঞাসা

সচরাচর জিজ্ঞাসা


 

১. এই ওয়েব পোর্টালের উদ্দেশ্য কি?

 

উত্তর: এই ওয়েব পোর্টালের মাধ্যমে বাংলাদেশ সরকার লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ সংশ্লিষ্ট সেবাসমূহের সবরকম তথ্য জনগণের কাছে পৌঁছাতে চায়।

 

২. এ ওয়েবসাইট কি কি ধরনের তথ্য প্রদান করবে?

 

উত্তর:  সকল সরকারি ওয়েবসাইট এবং সেগুলোর তথ্যগুলোকে একটি মাত্র ওয়েব পোর্টালে সমন্বিত করার লক্ষ্যে এটি একটি অন্যতম ই-গভর্নেন্স উদ্যোগ। প্রাথমিকভাবে বিদ্যমান সেবাসমূহকে সেবার ক্রমানুসারে সজ্জিত করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালে প্রথমবার ক্ষমতায় এসেই আধুনিক ও দক্ষ লেজিসলেটিভ কর্মকর্তা সৃষ্টিসহ গুণগত মানসম্পন্ন আইন প্রণয়নের জন্য প্রাতিষ্ঠানিক মেমোরির প্রয়োজনীয়তা অনুভব করেন। ফলশ্রুতিতে তাৎক্ষণিকভাবে আইন মন্ত্রণালয়ের অধীন লেজিসলেটিভ ড্রাফটিং উইং নামে পৃথক একটি উইং সৃষ্টি হয় এবং এর কার্যক্রম শুরু হয়। সকল মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরকে আইন প্রণয়ন সংক্রান্ত প্রস্তাব হইতে উদ্ভূত সকল আইনগত ও সাংবিধানিক প্রশ্নে এবং উক্ত প্রস্তাবের সহিত যেকোনো আইন ও সংবিধানের ব্যাখ্যা সম্পর্কে পরামর্শ প্রদান করা হয়। বাংলাদেশ সরকারের বর্তমান মাননীয় আইন মন্ত্রীর দপ্তর, প্রাক্তন মন্ত্রীগণের তালিকা এবং প্রাক্তন সচিবগণের নামের তালিকা, আইন কমিশন, জাতীয় মানবাধিকার কমিশন এবং চলমান প্রকল্পের ওয়েব লিংক, এলোকেশন অব বিজনেস, বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের ভিডিও চিত্র, অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা সংক্রান্ত,  কর্মসম্পাদন ব্যবস্থাপনা সংক্রান্ত, তথ্য অধিকার, জাতীয় শুদ্ধাচার কৌশল, উদ্ভাবনী কার্যক্রম, সেবা প্রদান প্রতিশ্রুতি, বাজেট ও প্রকল্প, এসডিজি, স্মার্ট বাংলাদেশ সংক্রান্ত সকল তথ্য এবং GEMS এর অন্তর্ভুক্ত সংক্রান্ত তথ্য পাওয়া যাবে। এছাড়া আরও যে সকল তথ্য পাওয়া যাবে- জনপ্রিয় সেবাসমূহের তথ্য, সরকারি কাঠামোর মৌলিক তথ্য, সরকারি বিভিন্ন সংস্থার ওয়েবসাইট, ওয়েবে প্রকাশিত গুরুত্বপূর্ণ তথ্য ও লিংক এ ওয়েবসাইট।

 

৩. এ ওয়েবসাইট থেকে কি আমি সরকারি ফরমগুলো পাবো?

 

উত্তরঃ হ্যাঁ, আপনি সরকারি অনেক ফরমই এ ওয়েবসাইট থেকে পাবেন। এজন্য আপনাকে হোম পেইজের ‘ফরম’ নামের সেবাবক্স-এর লিংকে পাওয়া যাবে।

 

৪. সরকারি ঘোষণা বা প্রজ্ঞাপন সম্পর্কে কিভাবে জানবো?

 

উত্তরঃ সরকারি ঘোষণা বা প্রজ্ঞাপন সম্পর্কে জানতে হোম পেইজ এর বিভিন্ন সেবাবক্স এর প্রজ্ঞাপন/ পরিপত্র/অফিস আদেশ লিংকে প্রবেশ করতে হবে।