লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন “আইনি গবেষণার মাধ্যমে তারতম্যমূলক আইন ও নীতি চিহ্নিতকরণপূর্বক উহা সংষ্কার” শীর্ষক প্রকল্প কর্তৃক খুলনা বিভাগে ০২ জানুয়ারি, ২০২১ খ্রি: তারিখে সচিব, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সভাপতিত্বে Awareness Building on Constitutional and Legal Rights শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। ওয়ার্কশপটি খুলনা জেলা প্রশাসকের সভাকক্ষে স্বাস্থ্যবিধি অনুসরণ করে অনুষ্ঠিত হয়। ওয়ার্কশপে বিচারক, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, পুলিশ প্রশাসনের প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, নির্বাচিত জনপ্রতিনিধি, মানবাধিকার কর্মী, এনজিও প্রতিনিধি, উপজাতি/ক্ষুদ্র নৃ-গোষ্ঠির প্রতিনিধি, প্রতিবন্ধী, দরিদ্র ও অবহেলিত নারী শিশুদের প্রতিনিধিসহ লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।